যুব সমাজকে বেশী বেশী খেলাধুলায় ব্যস্ত থাকতে হবে–সনি বিশ্বাস
পিপ (পাবনা) : পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগ আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেছেন, আমাদের যুব সমাজকে বেশী বেশী খেলাধুলায় ব্যস্ত থাকতে হবে। খেলা যেম শরীর এবং মনকে চাঙা রাখে তেমন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা যায়।
গতকাল শুক্রবার রাতে পাবনার দোগাছিতে জাগরনী সৃতি সংখ দৌগাছী ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণকালে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগ আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এ কথা বলেন।
দোগাছি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
Spread the love