‘যেখানে তোর ছায়া’ নিয়ে সিলেটে আদর-রাহা
বিনোদন: সিলেটের মনোরম লোকেশনে আজ শুটিং করছেন মডেল একে আজাদ আদর এবং রাহা তানহা খান। কণ্ঠশিল্পী আতিক শামস এবং কনার গাওয়া দ্বৈত এই গানটির শিরোনাম ‘যেখানে তোর ছায়া’।
এ গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন ওসমান মিরাজ। তিনি বলেন, সিলেটের বেশকিছু সুন্দর লোকেশনে ভিডিওটির দৃশ্যায়ন শুরু হয়েছে। গানটিতে আদর ও রাহা মডেল হিসেবে কাজ করছেন। রোহানের কোরিওগ্রাফিতে এ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনী। এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে দর্শকরা এটি কিছুদিন পর দেখতে পাবেন। রাহা তানহা খান বলেন, কাজটি করে বেশ ভালো লাগছে।
গুছানো একটি কাজ হচ্ছে। গানের কস্টিউম ডিজাইন করেছেন মাহফুজ টুটুল। ‘যেখানে তোর ছায়া’ গানটি নিয়ে রাহা তানহা খানের পাশাপাশি মডেল ও অভিনেতা একে আজাদ আদরও বেশ আশাবাদী।
Spread the love