যেসব টিপস সহজ করে দিবে গৃহস্থালির কাজ

লাইফস্টাইল: কিছু সহজ উপায় জানা থাকলে কম ঝক্কিতে সেরে ফেলতে পারবেন গৃহস্থালি কাজ। কমবে বাড়তি বিড়ম্বনাও।বিস্কুট মচমচে রাখতে বয়ামের ভেতর এক টুকরো ব্লটিং পেপার রাখুন।
চিনির বয়ামে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না। চালের ভেতর নিমপাতা দিয়ে দিন। পোকামুক্ত থাকবে চাল। লবণের বয়ামে কয়েকটি চাল ফেলে দিন। লবণ গলবে না।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করে প্রতি তাকে লেবুর টুকরা রেখে দিন। ছোট বাটিতে ভিনেগার রাখলেও উপকার পাবেন।
কচু কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিলে কালচে হবে না হাত। হাতের আঁশটে দুর্গন্ধ দূর করতে লেবুর টুকরা ঘষে নিন।
মোমবাতি ফ্রিজে রাখলে ক্ষয় কম হয়।
শুকনা নিমপাতা গুঁড়া করে রান্নাঘরে ছড়িয়ে দিলে পোকার উপদ্রব কমবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!