যে কারণে পর্ন ছবিতে অভিনয় করেছিলেন অক্টোমম
আন্তর্জাতিক ডেস্ক : ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে এক সঙ্গে ৮ সন্তানের জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন নাদিয়া সুলেমান। তিনি পরিচিতি পান ‘অক্টোমম’ নামে। এর আগেও ছয় সন্তান ছিল নাদিয়ার। এর মধ্যে আরও ৮ সন্তান। তাদের ভিডিও প্রকাশ করে প্রচুর আয়ও হয়েছিল তার। কিন্তু সে অর্থ একসময় শেষ হয়ে এলে বিপদে পড়েন নাদিয়া। লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছাড়তে হয় তাকে। এরপর অর্থ উপার্জনের জন্য অনেক কিছুই করেছেন। বক্সিং ম্যাচে হাজির হয়েছেন, এমনকি পর্ন ছবিতেও অভিনয় করেছেন। ২০১১-২০১৩ এর মধ্যে তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন। এজন্য নাদিয়া অনেক সমালোচিতও হয়েছেন। একসঙ্গে আট সন্তানের মা হওয়ার ১০ বছর পূর্তিতে এক সাক্ষাৎকারে নাদিয়া স্মরণ করেছেন তার সেই সংগ্রামের কথা। তার সন্তানরা সবাই এখন ভালো আছে। তারা মাসে দুইটা করে বই পড়ে, তাগাদা ছাড়াই হোমওয়ার্ক শেষ করে। নাদিয়া বলেন, আমি শুধু সন্তানদের নিয়েই ভাবি, তাদের মা হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আমি তাদের খুব ভালোবাসি। সূত্র: মিরর