যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার বাইডেনের
বিদেশ: প্রায় ৩০ বছর আগে এক নারী সহকারীকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বাইডেন। শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। সে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী জো বাইডেন।
স্থানীয় সময় শুক্রবার এমএসএনবিসি টিভিতে একটি সাক্ষাৎকার দেন বাইডেন। সেখানে তাকে যৌন হেনস্থার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়। বাইডেন বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি- এমন ঘটনা কখনও ঘটেনি।’ বাইডেনের কাছে যৌন হেনস্থার শিকার হয়েছেন দাবি করে গত মাসে তারা রিড নামে এক নারী পুলিশের কাছে অভিযোগ করেন।
১৯৯২-৯৩ সালে বাইডেনের সিনেট কার্যালয়ে তার সহকারী হিসাবে কাজ করতেন রিড। বাইডেন তখন ছিলেন ডেলাওয়ারের সিনেটর। বাইডেন সে সময়কার সিনেট রেকর্ড খুঁজে দেখার আহ্বান জানান। তিনি বলেন, তখন এমন ঘটনা ঘটলে নিশ্চয়ই ওই নারী অভিযোগ করেছিলেন এবং তা সিনেটে রেকর্ড আকারে থাকার কথা।
পুলিশের কাছে রিড অভিযোগ করেন, উল্লিখিত সময়ে কংগ্রেসের একটি হলে তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরে শার্ট ও স্কার্টের নীচে হাত ঢুকিয়ে হেনস্থা করেন বাইডেন। বিষয়টি নিয়ে তিনি সিনেটে অভিযোগও করেছিলেন বলে জানান।
এর আগেও অন্তত ২৫ জন নারী ৭৭ বছর বয়সী বাইডেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে বিব্রত ডেমোক্রেটিক পার্টি। দলের ভেতর থেকে বাইডেনের ওপর বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি হয়। অবশেষে এ নিয়ে মুখ খুললেন বাইডেন।