রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ ; আহত ১০
রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাড়ে সাতটার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা সায়মুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তারাগঞ্জের দোয়ালি চিকলি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা তৃপ্তি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। গুরুতর ১০ আহত জনকে হাসপাতালে পাঠানো হলে পথে আরো একজন মারা যায়।
নিহতরা হলেন, তৃপ্তি পরিবহনের হেলপার আবুল কালাম, মুসলিম উদ্দিন ও সায়মুন পরিবহনের হেলপার শিমুল মিয়া।
বর্তমানে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। স্থানীয় ও পুলিশ আরো জানিয়েছেন কুয়াশার কারণে ব্রেক ফেইল ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।