রহস্য! মিমির ছবি ঘিরে

বিনোদন  রিপোর্ট: হঠাৎ কী হল নায়িকা মিমি চক্রবর্তীর? ইনস্টাগ্রামে কার উপরে এত রাগ উগরে দিলেন নায়িকা! ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। বুধবার বিকেলে ইনস্টাগ্রামে মিমি একটি ছবি পোস্ট করেন। পোস্টে লেখা, আমার জীবন। আমার পছন্দ। আমার ভুল। আমার শিক্ষা। এটা তোমার মাথা ঘামানোর বিষয় নয়। পুজোর সময়ে মিমি নানা দারুণ ছবি পোস্ট করেছিলেন।
যা দেখে সবারই ধারণা হয়েছিল, খোশ মেজাজেই আছেন তিনি। তাহলে কেন এই ধরনের পোস্ট করলেন মিমি, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সাধারণত এই ধরনের পোস্টের নিশানায় কেউ না কেউ থাকেন। নাম না করেও সোশ্যাল মিডিয়ায় এইরকম পোস্ট করে নিজের বার্তা পৌঁছে দেওয়া যায় কোনও নির্দিষ্ট ব্যক্তিকে। তাই প্রশ্ন উঠছে মিমি কার উদ্দেশে এই পোস্ট করলেন। যদিও তা এখনও ধোঁয়াশায়। প্রসঙ্গত, সম্প্রতি মিমি আরও একটি ছবি পোস্ট করেন। ছবিতে মিমি মুখ ঢেকে রয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, কারণ আমি আমার এই লুক প্রকাশ করতে পারব না। বোঝাই যাচ্ছে, এই নতুন লুক কোনও আসন্ন ছবির জন্য। কিন্তু এতেও রহস্য রেখে দিয়েছেন সুন্দরী। আজকের পোস্টকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!