রাজশাহীকে করা হবে উত্তরাঞ্চলের রাজধানী: বাদশা

রাজশাহী সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালে আমাদের কাছ থেকে অনেককিছু কেড়ে নিয়ে গিয়ে বগুড়ায় দেওয়া হয়েছে।

আসন্ন নির্বাচনে আবারো বিজয়ী হলে বগুড়া থেকে অনেককিছু কেড়ে রাজশাহীতে নিয়ে আসব। রাজশাহীর উন্নয়ন করব। এবারও বিজয়ী হলে রাজশাহীকে করা হবে উত্তরাঞ্চলের রাজধানী।’

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের ডিঙ্গাডোবা এলাকায় গণসংযোগের শুরুতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় বাদশার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর উত্থাপিপত অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ তুলুক না। লোকে হাসবে। ১০ বছরে একটা দুর্নীতি করেছি, এমন নজির দেখাতে পারবে না। এটা রাজশাহীর মানুষ জানেন।

আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তো থানায় ১৭টা মামলা। খুনের মামলা, চুরির মামলা, চাঁদাবাজির মামলা, জঙ্গিবাদের মামলা, কী অভিযোগ নেই তার বিরুদ্ধে! সবই আছে। এখন আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করতে চাই। তবে বিএনপি-জামায়াত সহিংসতার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিহত করবে।’

বাদশার সাথে প্রচারণাকালে অন্যান্যের মধ্যে মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য আবু সাঈদ, সদস্য সিরাজুর রহমান খান, রাজপাড়া থানা সম্পাদক আবদুল মতিন, ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন, সাধারণ সম্পাদক রতন আলী, ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ্ আলম, রাজশাহী পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ, মুক্তিযোদ্ধা আমিনুল হক টুকু, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, দিগন্ত প্রসারি সংঘের সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!