রাজশাহী অঞ্চলের সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারীদের পুরস্কার ও সম্মাননা প্রদান
এস এম আলম, ১০ ডিসেম্বর: ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রাজশাহী অঞ্চলের সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। সেবা খাতে পাবনা অঞ্চলের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন সান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। শুক্রবার সকালে রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান অডিটোরিয়ামে তাঁর পক্ষে এ পুরস্কার গ্রহন করেন সান টেকনোলজিস লিমিটেডের অপারেশন ইনচার্জ মো: ফেরদৌস আলী। এর আগে অনলাইনে ভ্যাট দিন দেশ গড়ায় অংশ নিন-স্লোগানে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় সেমিনার, আলোচনা সভা ও ভ্যাট সম্মাননা প্রদান অনুষ্ঠান। রাজশাহী অঞ্চলের কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনার মোহাম্মদ লুতফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হাফিজ আহমেদ মুর্শেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবির, রাজশাহী অঞ্চলের কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে রাজশাহী ভ্যাট অঞ্চের ৭টি জেলার মোট ১৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।