রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার কাল
ডেস্ক রিপোর্ট: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমা শেষ। ৩০০ আসনের বিপরীতে ৫ দিনে বিক্রি হয়েছে সাড়ে চার হাজারের বেশি ফরম। রোববার গুলশান কার্যালয়ে শুরু হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।
পাঁচ দিন ধরে মনোনয়ন ফরম দিচ্ছে বিএনপি। প্রথম দিকে বিপুল সংখ্যক ফরম বিক্রি হলেও শেষ দিনে চাপ কিছুটা কম। এদিন কেনার চেয়ে ফরম জমাই পড়েছে বেশি।
প্রথম দুই দিন নয়া পল্টন কার্যালয়ে ছিল নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়। কিন্তু বুধবার সংঘর্ষের পর তাতে কিছুটা ভাটা পড়েছে।
মনোনয়ন প্রত্যাশীরা আশা করছেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারাই হবেন ধানের শীষের প্রার্থী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, রোববার রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার।
এসময়, তফসিল ঘোষণার পরও সম্ভাব্য প্রার্থীসহ নেতা-কর্মীদের আটকের নিন্দাও জানায় বিএনপি।
Spread the love