রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতের ছুটি রোববার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার (৪ জানুয়ারি) থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, শীতকালীন ছুটি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এই ১২ দিনের ছুটিতে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে।
তিনি বলেন, রোববার ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ৩ জানুয়ারি থেকেই শীতকালীন ছুটি শুরু হয়েছে। এ ছাড়া ১৬ জানুয়ারি ছুটি শেষ হলেও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ক্লাস-পরীক্ষা ১৯ জানুয়ারি থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের অফিস ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। তবে জরুরি সার্ভিস চালু থাকবে বলে জানান প্রভাষ কুমার।
Spread the love