রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন আটঘরিয়ার জুয়েল

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে রাস্তায় অবাধ চলাচল এবং দোকানপাট বন্ধে বেশীর ভাগ দুর্ভোগে পড়েছেন দিনমজুরি, শ্রমিক পরিবারের মানুষগুলো। আর মানুষের চলাচল না থাকায় দুর্ভোগের পড়েছেন রিক্সাচালকও।

আর এসব শ্রেণীর মানুষের দুর্ভোগ কাটিয়ে তুলতে মিনা গ্রুপের পারচালন ও বিশিষ্ঠ প্রথম সারির ঠিকাদার আশরাফুজ্জামন জুয়েল গত ৫ দিন যাবত রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি এসময় এই অভাবি দিনমজুর মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, দুধসহ অন্যান্য খাদ্যসামগ্রী।

আটঘরিয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডেও বাসিন্দা মিনা গ্রুপের পারচালন ও বিশিষ্ঠ প্রথম সারির ঠিকাদার আশরাফুজ্জামন জুয়েল জানান, সরকারের পাশাপাশি বে-সরকারি, ব্যক্তিগত প্রতিষ্ঠানসহ বিত্তবানদের নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ৫দিন ধরে আটঘরিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাতের আঁধারে তিনি অভাবি দিনমজুর মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন। এখন পর্যন্ত তিনি ১০০ পরিবারে চাল, ডাল এবং ২২০টি পরিবারে তিনি দুধ বিতরণ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!