রাতের আঁধারে ভাসমান মানুষদের মাঝে আটঘরিয়া পৌর মেয়র রতনের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমনে কর্মহীন পাবনার আটঘরিয়া পৌরসভার ভাসমান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মধ্যে গভীর রাত পর্যন্ত খাদ্য সহায়তা প্রদান করে চলেছেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
তিনি আজ রোববার (১০ মে) পৌর এলাকার আটঘরিয়া, দেবোত্তর, জালালের ঢালু, কড়ইতলা বাজারে ভাসমান মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল ও ৫ কেজি আলু। বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, দেবোত্তর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদ হাসান, যুবলীগ নেতা নাছিম, ছাত্রলীগ নেতা নাছিম, বাঁধন, মুনছুর প্রমুখ।
খাদ্য বিতরণকালে পৌর মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, এই কান্তিকালে কর্মহীন অসহায় মানুষ কাজের বের হতে পারছে না। সে কারণে তারা কষ্ঠে রয়েছে। আমার পৌর এলাকায় একটি মানুষও খাদ্যেও জন্য যেন কষ্ঠ না পায় সে জন্য রাতের অন্ধকারে তাদের খুঁজে বের করে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, অসহায় মানুষদের জন্য খাদ্য বিতরণ অহ্যাহত থাকবে।