রাশিয়ার খনিতে আটকা ৯ কর্মী, মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি পটাশ খনিতে আটকা পড়া নয় খনি কর্মীর মৃত্যুর আশঙ্কা করছে দেশটির তদন্তকারী কমিটি।গতকাল স্থানীয় সময় সকাল ১০টার পর সোলিকামস্কের ওই খনিতে দুর্ঘটনা ঘটে, এর পরপরই খনিটিতে উদ্ধার কাজ শুরু করা হয় বলে জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ পটাশ উৎপাদনকারী কোম্পানি রাশিয়ার উরালকালি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোলিকামস্ক এলাকাটি মস্কো থেকে এক হাজার ৫০০ কিলোমিটার উত্তরপূর্বে।বড় ধরনের অপরাধ তদন্তের জন্য নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা তদন্তকারী কমিটি জানিয়েছে, দুর্ঘটনার পর আট কর্মী বের হয়ে আসতে পারলেও নয় জন নিখোঁজ রয়েছেন।

“ভূগর্ভে অবস্থানকারীদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি,” এক বিবৃতিতে বলেছে কমিটি।কমিটি আরও বলেছে, “ধোঁয়ার এলাকায় যারা ছিল তাদের মৃত্যু হয়েছে, এমনটি বিশ্বাস করার মতো যথেষ্ট ভিত্তি আছে।”

এ ঘটনার বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে তারা।২০১৬ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ৩৬ খনিকর্মী ও উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!