রাশিয়ায় করোনা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
বিদেশ : রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৪ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে মোট ৪ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাশিয়ায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৫১। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৭১ জন।
সর্বাধিক শনাক্ত রোগীর সংখ্যার দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। তবে দেশটিতে মৃত্যুর হার অপেক্ষাকৃত কম।
Spread the love