রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৮

ডেস্ক: রাশিয়ায় একটি বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ডজনখানেক মানুষ। তাদের জীবিত উদ্ধারের আশা করছে কর্তৃপক্ষ। তবে তীব্র শীতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। গত বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

স্থানীয় সময় ৩১ ডিসেম্বর সকাল ৬টার দিকে ৪৮টি অ্যাপার্টমেন্ট সম্বলিত ওই ভবনটিতে গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানকার অনেক বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। ভবনটি মস্কো থেকে এক হাজার সাতশ’ কিলোমিটার পূর্বের উরাল পর্বতমালা সংলগ্ন মাগনিতোগোরস্ক শহরে অবস্থিত।

বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। দুর্ঘটনাকবলিত ভবনটিতে প্রায় এক হাজার ৩০০ মানুষের বসবাস ছিল, যা এখন শূন্য বাড়িতে পরিণত হয়েছে। তবে রাশিয়া জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ভবনের বেশিরভাগ ফ্ল্যাটই এখন বসবাসের উপযোগী অবস্থায় রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!