রাশিয়ায় ২ বোমারু বিমানের সংঘর্ষ
ডেস্ক: রাশিয়ায় গত শুক্রবার দেশটির বিমান বাহিনীর দুই এস-৩৪ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে ঘটনার সময় কোনও বিমানেই বোমা বা গোলাবারুদ ছিল না।
বিমানের পাইলটসহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাপান সাগরের ওপরে প্রশিক্ষণের সময় এ সংঘর্ষ হয়।
এ সময়ে বিমান দুটি উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ছিল। ৪৫ টন ওজনের রুশ এসইউ-৩৪ বিমান চার টন পর্যন্ত অস্ত্র এবং গোলাবারুদ বহন করতে পারে। এ বিমান সর্বোচ্চ ১৮ হাজার মিটার উঁচু দিয়ে চার হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উড্ডয়নে সক্ষম।
বাড়তি তিনটি জ¦ালানি ট্যাংক বহন করতে এবং নতুন করে জ¦ালানি তেল না ভরে টানা ৮ ঘণ্টা পর্যন্ত উড্ডয়ন করতে পারে এ বোমারু বিমান। সূত্র: পার্স টুডে।
Spread the love