রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আটঘরিয়ায় দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার আটঘরিয়া উপজেলা পরিষদ হলরুমে এ দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুল গফুর মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চলের পরিচালনায় বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান টুটুল, আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ গোলজার হোসেন মোঃ ইন্তাজ আলী খান, আশরাফুল আলম, রেজাউল করিম, জিন্নাত আলী শেখ, আব্দুল আজিজ খান, জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আজিজুল গাফ্ফার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল হাসান নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম মোঃ মুস্তাফিজুর রহমান মুরাদ। এসময় সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
Spread the love