রিয়াল মাদ্রিদ সবচেয়ে ধনী ক্লাব

স্পোর্টস: ফুটবল ক্লাবগুলোর মধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে দামি ক্লাবের খেতাব অর্জন করেছে। ক্লাবটির মূল্য ৩৪৭ কোটি ৮০ লাখ ইউরো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রয়েছে তালিকার তৃতীয় স্থানে।

গতবারের চেয়ে রিয়ালের মূল্য বেড়েছে ৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৩৩৪ কোটি ২০ লাখ ইউরো। ৩১৯ কোটি ৩০ লাখ ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।

জার্মান চ্যাম্পিয়ন দল এফসি বায়ার্ন মিউনিখ ২৮৭ কোটি ৮০ লাখ ইউরো নিয়ে চতুর্থ স্থানে আর বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ী ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল পঞ্চম স্থানে রয়েছে ২৬৫ কোটি ৮০ লাখ ইউরো নিয়ে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!