রূপচর্চায় বরফের প্রয়োজনীয়তা

লাইফস্টাইল: রূপচর্চায় বরফের ব্যবহার অনেক দিন ধরে চলে আসছে। প্রাচীনকালে যখন ফেসিয়ালের চল ছিল না, তখন মানুষ বরফ দিয়ে রূপচর্চা করত। আবার অনেক খ্যাতনামা তারকা রূপচর্চায় বরফের প্রয়োজনীয়তা বারবার তুলে ধরেছেন। বরফের উপকারিতার কথা চলুন জেনে নেওয়া যাক।
১) বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে। এ কথা অনেকে জানেন। কিন্তু মুখের অন্য কোনো ফোলা ভাবও অল্প সময়ে কমিয়ে দিতে পারে বরফ- এ কথা অনেকের অজানা। এজন্য মেকআপ করার আগে মুখে কিছুটা বরফ ঘষে নিন।
২) অনেক সময় চেহারার ঔজ্জ্বল্য চলে যায়। কখনো চোখে-মুখে ক্লান্তির ছাপ পড়ে যায়। তা থেকে মুক্তি দিতে পারে বরফ। মিনিটখানেক ভালোভাবে মুখে বরফ ঘষলে ফিরে আসবে জেল্লা।
৩) ত্বকের প্রদাহও কমে বরফ দিলে। তাতে স্বাভাবিক চেহারা ফিরে আসে।
মুখে বরফ দেওয়ার আগে যে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে :
১) কোনোভাবে বেশিক্ষণ এক জায়গায় বরফ চেপে ধরে রাখা ঠিক নয়। বরফ দেওয়া মানেই তা ঘষতে হবে। না হলে চামড়ায় বরফের দাগ পড়ে যেতে পারে।
২) বরফ সরাসরি ত্বকে দেওয়া ঠিক নয়। কোনো একটি পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে নিয়ে তারপর দিতে হবে।
৩) বরফ দেওয়ার পরে অনেকের মুখেই লাল ভাব দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে তা বেশিক্ষণ থেকে যায়। এমন হওয়ার প্রবণতা থাকলে খুব অল্প সময়ের জন্য বরফ ব্যবহার করতে হবে। অথবা মুখে কোনো হালকা ফেসপ্যাক লাগিয়ে তার ওপর দিয়ে বরফ লাগাতে হবে।
বরফ দিলে ত্বক টান টান হয়ে যায়। এজন্য অবশ্যই ভালো ময়েশ্চারাইজার লাগাতে হবে। পারলে অ্যালোভেরা জেলও লাগাতে পারেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!