রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা কালে আটক ৮ জন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : সংরক্ষিত এলাকার মধ্যে বিনানুমতিতে প্রবেশ করা নিয়ে একদল যুবক সাদাপোষাকী আর্মি সদস্যদের সাথে অসদাচরণ ও হত্যার হুমকি দেয়ার অপরাধে পুলিশ ৮ যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪ টি মোটর সাইকেল ও ৯ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২২ মে) সকালে পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।  এদিন রাতে আটককৃতদের স্থানীয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার চররুপপুর এলাকার ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০),  দুলালের ছেলে শাওন হোসেন ( ২২), আলালের ছেলে আসিফ হোসেন (২০), মো. লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুনের ছেলে শান্ত (২১), নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বী ( ২০), সিরাজের ছেলে বাপ্পী (২০), সিরাজের ছেলে মুন্না হোসেন (১৯)।  তাদের সবার বাড়ি একই অঞ্চলে।
খোঁজ নিয়ে জানা যায়, আটককৃত যুবকরা মোটরসাইকেল নিয়ে নদীর তীরবর্তী ওয়াচ টাওয়ার ৮ সংরক্ষিত এলাকায় বিনানুমতিতে  প্রবেশ করলে আর্মির গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর রেজিষ্ট্রেশনের কাগজ দেখতে চায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে।  এমন কি পাশের ইটভাটায় নিয়ে হত্যার হুমকিও দেয়। বিষয়টি  তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে আটক করা হয়।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম  বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত আর্মিদের সাদাপোষাকী গোয়েন্দা কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করার অভিযোগে ৮ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের ফাঁড়িতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!