রূপপুর বিদ্যুৎ প্রকল্পের গাড়ি চালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি : নিখোঁজের দুইদিন পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক গাড়ী চালক স¤্রাটের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে স¤্রাটের বন্ধুর স্ত্রী সীমা খাতুনকে আটক করেছে পুলিশ।
নিহত স¤্রাট ঈশ^রদী উপজেলার মধ্য অরণখোলা আলহাজ্ব ক্যাম্প এলাকার আবু বক্কার সিদ্দিকির ছেলে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিমত কোম্পানির গাড়ি চালক ছিলেন।
ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী অরবিন্দ্র সরকার জানান, পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই গাড়ির ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, এ বিষয়ে তার পরিবার গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদী থানায় একটি জিডি করেন। তাকে হত্যা করে গাড়িসহ মরদেহ ঘাট এলাকায় রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।