রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন মেসি
ডেক্স রিপোর্ট : রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন লিওলেন মেসি। বর্ষসেরা ফুটবলার মর্যাদাকর এই পুরস্কারে বার্সোরোনা ও আর্জেন্টিাইন তারকা হারান ভার্জিন ফর ডাইক ও ক্রিস্টিয়নো রোনালদোকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ।
এর আগে মেসি ও রোনালদো সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছিলেন। মেি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও সর্বশেষ ২০১৫ সালে ট্রফিটি হাতে তোলেন আর চিরপ্রতিন্দ্বন্দ্বী রোনালদো ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে ডি’অর জিতেছিলেন।
ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি, অরের জন্য এর আগে ৩০ জনের তালিকা তৈরি করেছিলেন। সেখান থেকে টুড়ান্ত তালিকায় জায়গা পান মেসি, ফন ডাইক ও রোনালদো। বিশে^র ১৮০ জন ফুটবল সংবাদকর্মী বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দেন। এছাড়াও ভোট দেন অধিনায়ক ও কোচেরা।
৩২ বছর বয়সী মেসি গত মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে শিরোপা জিতেয়েছেন বার্সাকে। সেইসঙ্গে ব্যক্তিগত পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন গু জিতেছেন। যদিও জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনাকে তৃতীয় করতে পেরেছিলেন তিনি।