রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে নৌকা : তসলিম হাসান
রফিকুল ইসলাম সুইট : পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট তসলিম হাসান সুমন বলেছেন- মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন সারা বিশ্বে এখন রোল মডেল।
বর্তমান সরকারের সময়ে সারা দেশের ন্যয় পাবনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রুপপুর পারমানবিক বিদুৎ প্রকল্প, মেরিন একাডেমী, রেল লাইন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নসহ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নে গোলাম ফারুক প্রিন্স এর গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। প্রিন্স একজন শিক্ষিত, সৎ. ন্যয় পরায়ন ও যোগ্য প্রার্থী তার সমকক্ষ প্রার্থী আর কেউ নাই।
আমাদের দুঃখ বার বার আমাদের স্বাধীনতা বিরোধীদের সাথে ভোট করতে হয়। স্বাধীনতা বিরোধীরা মন্ত্রী থাকা কালীন সময়ে পাবনায় কোন দৃশ্যমান কোন উন্নয়নের স্বাক্ষর রাখে নাই। সচেতন শিক্ষিত মানুষ স্বাধীনতা বিরোধী পক্ষের প্রার্থীকে বোট দিতে পারেনা।
সৃষ্টি কর্তার অশেষ রহমতে প্রিন্সের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্ঠি হয়েছে। আগামী নির্বাচনে পাবনার মানুষ ভুল করবে না। পাবনাবাসী আসন্ন নির্বাচনে পাবনার উন্নয়ন ও শান্তির প্রতীক প্রিন্সকে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করবে।
সোমবার দিনব্যাপী পাবনা পৌরসভাধীন গোলাম ফারুক প্রিন্সের নির্বাচনী কয়েকটি জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশসহ বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগটনের নেতৃবৃন্দ।