রেলবাজার বণিক সমিতির আইনশৃঙ্খলা মতবিনিময় সভা
বিশেষ প্রতিবেদ : চাটমোহর উপজেলার রেলবাজারে বণিক সমিতির উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রেলবাজার এলাকার ব্যবসায়ীদের নিয়ে হাট খোলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
রেলবাজার বণিক সমিতির সভাপতি লিখন বিশ^াসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসীর উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সোবাহান, কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির উপজেলা শাখার সভাপতি ডা. গোলাম রহমান, মূলগ্রাম ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাংবাদিক এম এস আলম বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সরকার, আব্দুল আজিজ, সাইদুল ইসলাম, মোজাম্মেল হক, মেহেদী হাসান সুজন সহ বণিক সমিতির কার্যকরী সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।