লকডাউনে থেকে নিজের উপলব্ধি শেয়ার করলেন শাহরুখ
বিনোদন: ‘বলিউড কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। করোনাভাইরাস মোকাবিলায় নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন এই অভিনেতা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভক্তদের সঙ্গে তার চিন্তাভাবনা শেয়ার করছেন তিনি। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেছেন শাহরুখ। এতে করোনার কারণে সৃষ্ট সংকটময় মুহূর্তে লকডাউনে থেকে তিনি কী উপলব্ধি করেছেন তা জানিয়েছেন এই অভিনেতা।
শাহরুখ লিখেছেন, ‘আমাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন বেশিরভাগ মানুষেরই তার চেয়ে বেশি রয়েছে। বেশিরভাগ জিনিসই আমরা যতটা গুরুত্বপূর্ণ মনে করি আসলে তা নয়। বন্দি অবস্থায় যাদের সঙ্গে কথা বলতে পারি, এর চেয়ে আমাদের চারপাশে খুব বেশি মানুষের প্রয়োজন নেই।
আমরা একটু স্থির হয়ে সেই সময়ের কথা কল্পনা করি, যখন প্রয়োজন ছিল তখন আমাদের নিরাপত্তার মিথ্যা আবরণগুলো খসে পড়েছিল। যাদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি, তাদের সঙ্গেই সবচেয়ে হাসিখুশি থাকি।
আর আমাদের চিন্তা-ভাবনাগুলো তাদের চেয়ে বড় নয়। যে যা খুশি বলুক, ভালোবাসাই এখনো সবচেয়ে মূল্যবান।’ লকডাউন চলাকালীন নিজের বাড়িতেই রয়েছেন শাহরুখ খান। স্ত্রী সন্তানদের নিয়েই তার সময় কাটছে।