‘লহরি সেলিব্রেশন’ প্রাইভেট পার্টিতে কার সঙ্গে ছিলেন সারা?
বিনোদন: ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ নিজের জাত চিনিয়েছেন সারা আলি খান। তাঁর যে রক্তে অভিনয় রয়েছে সে কথা প্রমাণ করেছেন তিনি। দ্বিতীয় ছবি ‘সিম্বা’তে রণবীর সিংহের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সে ছবিও বক্স অফিসে তিনশো কোটির বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে। ফলে কেরিয়ারের শুরুটা বেশ মসৃণ হয়েছে সারার। জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী হচ্ছেন অনুরাগীরা।
সম্প্রতি ‘লহরি সেলিব্রেশন’-এ প্রাইভেট পার্টিতে অংশ নিয়েছিলেন সারা। কিন্তু সঙ্গে কে ছিল জানেন?
আসলে মা অর্থাৎ অভিনেত্রী অমৃতা সিংহের সঙ্গেই এই উৎসব সেলিব্রেট করেছেন সারা। ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলাও ছিলেন ওই পার্টিতে।
দিন কয়েক আগে কর্ণ জোহরের চ্যাট শো-এ সিফ আলি খানের সঙ্গে উপস্থিত ছিলেন সারা।
সেখানে তাঁর কথা শুনে চমকে উঠেছিলেন বলি মহলের একটা বড় অংশ। কারণ বয়স অনুযায়ী, সারার কথা বা আচরণে বুদ্ধিমত্তার ছাপ অনেক বেশি ছিল। তিনি স্পষ্ট বলেছিলেন, ‘‘আমি ভাল হলে, আমার কাজই সে কথা বলবে।’’
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা