লায়ন এয়ার বিমান দুর্ঘটনা: মামলা বোয়িংয়ের বিরুদ্ধে

আর্ন্তজাতিক: ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রীর বাবা উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

গত ২৯ অক্টোবর জাকার্তার অদূরে জাভা সাগরের উপর লায়ন এয়ারের ফ্লাইট-৬১০ বিধ্বস্ত হয়ে ১৮৯ আরোহীর সবাই নিহত হন।
জাকার্তা থেকে পাংকাল পিনাংয়ে রওয়ানা হওয়া বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটির দুর্ভাগা যাত্রীদের একজন ছিলেন রিও নান্দো প্রতামা।

পেশায় চিকিৎসক রিও নান্দো জাকার্তায় একটি সেমিনার শেষ করে বাড়ি ফিরছিলেন। গত ১১ নভেম্বর ছিল তার বিয়ের দিন। দীর্ঘদিনের প্রেমিকা ইন্তান সায়ারিকে ওইদিন তার স্ত্রী রূপে গ্রহণ করার কথা ছিল।

বুধবার যুক্তরাষ্ট্রের ইলিনয়ের কুক কাউন্টি সার্কিট কোর্টে বোয়িং কোম্পানির বিরুদ্ধে মামলা করেন রিও নান্দোর বাবা। তার অভিযোগ, কোম্পানিটি তাদের তৈরি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ‘অনিরাপদ নকশা’ সম্পর্কে লায়ন এয়ার কর্তৃপক্ষ বা পাইলটদের কিছু জানায়নি।

বোয়িংয়ের প্রধান কার্যালয় ইলিনয়ে। ফ্লোরিডা ভিত্তিক একটি ল ফার্মে আইনজীবী ক্রুটিস মিনার রিও নান্দোর বাবার পক্ষে মামলাটি লড়বেন।

কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ মাসের শেষ দিয়ে ইন্দোনেশিয়ার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!