লিজেন্ড গ্রুপ পাবনা’র ধর্ষণ বিরোধী মানববন্ধন
সংবাদদাতা : দেশব্যাপী চলছে ধর্ষণের মহামারী। ব্যাপক হারে যা বেড়ে চলেছে প্রতিনিয়ত। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বিভিন্ন জেলাতে চলছে প্রতিবাদ মূলক কর্মসূচি। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে লিজেন্ড গ্রুপ পাবনা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর- ২০২০) সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে আবৃত্তিকার ও উপস্থাপক আসাদ বাবু’র সঞ্চালনায় মানববন্ধন টি অনুষ্ঠিত হয়৷ এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর হৃদয়, ইছামতী থিয়েটার’র পরিচালক ভাস্কর চৌধুরী, পাবনা কলেজের শিক্ষক পাভেল হোসেন, তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশ’র উদ্যোক্তা যুবায়ের খান প্রিন্স, পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার সরকার, পাবনা লিজেন্ড গ্রুপ’র সজীব বিশ্বাস সহ আরও অনেকে।
প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে পাবনার বিভিন্ন সংগঠন এর সংগঠক, শিক্ষার্থীবৃন্দ, পাবনা লিজেন্ড গ্রুপ’র সদস্য বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।