লিভারপুলের সাথে স্বল্প মেয়াদে চুক্তি বৃদ্ধি করলেন ললনা

স্পোর্টস: স্বল্প মেয়াদে লিভারপুলের সাথে চুক্তি বৃদ্ধি করেছেন মিডফিল্ডার এ্যাডাম ললনা। নতুন চুক্তি অনুযায়ী মৌসুমের শেষ পর্যন্ত ললনা এ্যানফিল্ডেই থাকছেন বলে প্রিমিয়ার লিগ ক্লাবটর পক্ষ থেকে জানানো হয়েছে। ৩২ বছর বয়সী ললনার সাথে লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হয়ে যাবার কথা ছিল।

এরপর তিনি ফ্রি ট্রান্সফারে অন্য দলে যেতে পারতেন। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী মৌসুমের বাকি থাকা ৯টি ম্যাচে ললনাকে দেখা যাবে। জার্গেন ক্লপের লিভারপুল ৩০ বছরের মধ্যে প্রথমবার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ প্রায় তিনমাস বন্ধ থাকার পর ২০১৯-২০ প্রিমিয়ার লিগ মৌসুম পুনরায় ১৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে।

করোনা সংকট কাটিয়ে আগামী ২১ জুন প্রথম ম্যাচে এভারটনের মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। ইংলিশ মিডফিল্ডার ললনা ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘মৌসুম শেষ করার সুযোগ পেয়ে আমি সত্যিই দারুন আনন্দিত। এটা আমার এবং আমার পরিবারের কাছে অনেক কিছু। লিভারপুলে সব সময়ই প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি। সব সময়ই চাই ক্লাবের জন্য সঠিক সময়ে সঠিক কাজটা করতে। দারুন কিছু মানুষের সাথে ক্লাব ইতিহাসের সম্ভবত সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা উপভোগের অপেক্ষায় আছি।’

২০১৪ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ললনা। গত দুই মৌসুমে ইনজুরির কারণে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। এবারের মৌসুমে খেলেছেন ১৫টি লিগ ম্যাচ। ক্লপ বলেছেন, ‘ললনাকে আবারো আমাদের সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। আগামী মৌসুমে তাকে দলে পেতে অনেক ক্লাবই মুখিয়ে আছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!