লেবাননের ওপর সৌদি আগ্রাসনের মূল লক্ষ্য হিজবুল্লাহ
বিদেশ : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম বলেছেন, তার দেশের বিরুদ্ধে সৌদি আরব যে কূটনৈতিক আগ্রাসন শুরু করেছে তার মূল লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ। তিনি বলেন, সৌদি আরব লেবাননের ওপর আগ্রাসন চালিয়েছে ঠিকই তবে এর মূল লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ এবং তার সামরিক শক্তি ধ্বংস করা। শেখ নাঈম কাসেমের বরাত দিয়ে গত রোববার লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। গত মাসে সৌদি আরব রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং বৈরুতে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাকে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে এই আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। তিনি আরো বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে এই যুদ্ধের বিরোধী এবং আরবদের মধ্যে এরকম যুদ্ধ তিনি পছন্দ করেন না। তার এই বক্তব্যের পর সৌদি আরব ক্ষুব্দ হয়ে লেবানন থেকে রাষ্ট্রদূত বহিষ্কার করে এবং নিজের রাষ্ট্রদূত দেশে ডেকে পাঠায়। এ ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব লেবাননের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছে তার জন্য লেবাননের জনগণের কাছে সৌদি আরবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন শেখ নাঈম কাসেম। পার্সটুডে