শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা
ডেস্ক : ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জড়িয়ে ছড়ানো নানা গুঞ্জনের কারণে চিত্রনায়িকা পূজা চেরি যেকোনো সময় যেকোনো অঘটন ঘটাতে পারেন বলে জানিয়েছে তার পরিবার। অভিনেত্রীর মা ঝর্ণা রায় গণমাধ্যমকে জানিয়েছেন, পূজাকে তারা একা রাখতে ভয় পাচ্ছেন।
নায়িকার মায়ের কথায়, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতে আমাদের ভয় লাগছে। কখন কী করে বসে ঠিক নেই। মা হয়ে আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার মেয়েটাকে নিয়ে কোনো বাজে খবর লিখবেন না। এসব নিয়ে আমরা সবাই খুব মানসিক চাপে আছি।
পূজার মা আরও বলেন, আমার মেয়ে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। ওকে চোখের আড়াল করছি না। তিনি দাবি করেন, বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে জানি না।
গুঞ্জন উঠেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এই নায়িকা। সেটি নাকি শাকিব খানের চেষ্টাতেই সম্ভব হয়েছে। এও গুঞ্জন, পূজার কারণেই আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে শাকিব খানের।
যদিও পূজা বিয়ে তো দূরে থাক, শাকিব খানের সঙ্গে তার কোনো প্রকার সম্পর্কের কথাও স্বীকার করেননি। নায়িকার দাবি, পেশাগত কাজের বাইরে তাদের কোনো সম্পর্ক নেই। শাকিব খানও সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, তিনি মাত্র দুটি বিয়ে করেছেন। কারও সঙ্গে স্ক্যান্ডাল করেননি।