শিপনের নায়িকা রাহা তানহা
বিনোদন: শিপন মিত্র। ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রের মাধ্যমে এদেশের দর্শকের সামনে হাজির হয়েছিলেন। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন এ সুদর্শন নায়ক। এবার হাজির হচ্ছেন ওয়েব সিরিজে। আর তার সঙ্গে থাকছেন মডেল রাহা তানহা খান।
ওয়েব সিরিজের নাম ‘সিনেম্যাটিক’। এটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি।
শিপনবলেন, ‘‘এর আগে নেটফ্লিক্সের জন্য ‘টিং টিং’ নামের একটি আন্তর্জাতিক ওয়েব সিরিজে কাজ করেছিলাম। আর দেশের হয়ে এটিই আমার প্রথম ওয়েবের কাজ। এটির গল্প মূলত সিনেমার নেপথ্য কাহিনি নিয়ে। মাত্র এর পা-ুলিপিটি হাতে পেয়েছি। এতে আমার বিপরীতে থাকছেন রাহা তানহা খান।’শিপন। ছবি- সংগৃহীত
শিপন। ছবি- সংগৃহীত
বড় ভাই নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার বাদশার হাত ধরেই মিডিয়াতে তার পা রাখা। কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’তে অভিনয় করে সবার নজরে আসেন তিনি। এরপর অভিনয় করেন বেশ কিছু নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওতে।
জানা যায়, আগামি ৯ মার্চ থেকে ‘সিনেম্যাটিক’-এর কাজ শুরু হবে। এতে পরিচালক চরিত্রে থাকবেন নায়ক স¤্রাট।