শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট পেতে কোন বাধা নাই
প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট পেতে আর কোন বাধা নেই।
গত সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতি এই রায় দিয়েছেন। একই সাথে সাত কার্যদিবসের মধ্যে নতুন পাসপোর্ট প্রদান সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে গত ২৩ সেপ্টেম্বর চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আগামী সাত কার্যদিবসের মধ্যে শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট দিতে হবে। শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবি ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
উল্লেখ্য যে, শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট দেয়ার কথা ছিল। কিন্ত পাবনা পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে।ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য হাইকোর্টে আবেদন করেন।
গত ২৯ আগস্ট বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট রুল যথাযথ ঘোষনা করে পাসপোর্ট দিতে নির্দেশ দেন। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচাপতি মোঃ নুরুজ্জামান সেই আদেশ স্থগিত করেন।ফলে আপিল বিভাগে যান শিমুল বিশ্বাস।