শিশু নিপীড়নে দোষী সাব্যস্ত পোপের শীর্ষস্থানীয় সহযোগী
ডেস্ক : শিশু যৌন নিপীড়নের দায়ে পোপ ফ্রান্সিসের শীর্ষস্থানীয় সহযোগী জর্জ পেল-কে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ বুধবার পাঁচ মামলা তার সাজা ঘোষণার কথা রয়েছে। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাবেক শীর্ষ উপদেষ্টা জর্জ পেল। অস্ট্রেলিয়ার আদালতে জর্জ পেলের বিরুদ্ধে আনা শিশু যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে গত পাঁচ সপ্তাহ ধরে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে গতকাল মঙ্গলবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।
অস্ট্রেলিয়ার ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করছেন জর্জ পেল। তার বিরুদ্ধে শিশু-কিশোরদের যৌন নিপীড়নের অভিযোগ নতুন নয়। আগেও তিনি এ ধরনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। প্রায় ২২ বছর আগে মেলবোর্নে একটি গির্জার ভেতরে ১৩ বছরের দুই শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৯৯৬ সালে তার শিকারে পরিণত হওয়া শিশুদের একজন ২০১৪ সালে মারা যায়। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে আসছেন জর্জ পেল। সূত্র: আল জাজিরা।