শুধু প্রেম করার চাকরি!

বিনোদন: পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে অর্ক। একদিন সকালে একটি চাকরির বিজ্ঞপ্তি দেখে তার চোখ আটকে যায়। চাকরি প্রার্থীর কোন শিক্ষাগত যোগ্যতা লাগবেনা। শুধু প্রেম করতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা, একজন স্বচ্ছ হৃদয়ের প্রেমিক আবশ্যক, যে হৃদয় দিয়ে ভালবাসতে পারবে। প্রথমে একটু থতমত খেলেও বেতনের অংকটা দেখে সে ইন্টারভিউ দেয়ার সিদ্ধান্ত নেয়।

ইন্টারভিউ দিতে গিয়ে অর্ক দেখতে পায়, একজন বয়স্ক লোক একটি হুইল চেয়ারে বসে আছে। ভদ্রলোকের নাম আহসান শরীফ। কথাবার্তার একপর্যায়ে ভদ্রলোক চাকরি সম্পর্কে বললেন, আপনাকে আমার প্রেমিকার সাথে প্রেম করতে হবে। এই কথা শোনার পর অর্ক কি বলবে ঠিক বুঝে উঠতে পারছেনা। এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘বছর কুড়ি পর’। শাহীন স্বাধীনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন কান্তি ভূষণ তরফদার। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাজিয়া হক অর্ষা, আব্দুল্লাহ রানা প্রমূখ। একক নাটক ‘বছর কুড়ি পর’ প্রচারিত হবে শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!