শুভকে নিজের চরিত্রে চান মাশরাফি
বিনোদন: তারকাদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা নতুন কিছু নয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রয়েছে বর্ণাঢ্য জীবন। যদি তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয় ।
তবে নিজের চরিত্রের জন্য কাকে পছন্দ করবেন এই সফল অধিনায়ক? গত ২৭ মে রাতে ‘নট আউট নোমান’ ফেসবুক পেজে লাইভে এসে উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, শুভকে তার পছন্দ।
মাশরাফি বলেন, ‘আমার জীবনী নিয়ে সিনেমা নির্মিত হলে সেই সিনেমায় আরিফিন শুভকে দেখতে চাই। ছেলেটি বেশ ভালোই দেখতে। আর অভিনয়ও বেশ ভালো করে।’ নিজের বায়োপিক নিয়ে আলোচনা করলেও তা নির্মাণের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মাশরাফি।
Spread the love