শুল্ক প্রত্যাহার দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

পিপ (পাবনা) : বিড়ির উপর বৈষম্যমূলক শুল্ককর প্রত্যাহার, সপ্তাহে ৬দিন কাজের নিশ্চয়তা, বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন শ্রমিকরা।

বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় পাবনা ডাকবাংলো মোড়ে এ মানববন্ধন করেন তারা। পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে পাঁচ শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।

মাববন্ধনে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমকে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হেরিক হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমকে বাঙ্গালী বলেন,“চলতি অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেট সিগারেটে যেখানে মাত্র ২ টাকা বৃদ্ধি করা হয়েছে সেখানে বিড়িতে বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। এই বৈষম্যমূলক আচরণে একের পর এক বিড়ি কারখানা বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। আমরা বিড়ির উপর অতিরিক্ত এ ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে একই দাবিতে পাবনা বিভাগীয় কর কমিশনার কার্যালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন বিড়ি শ্রমিক নেতা-কর্মীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!