শেখ কামালের জন্মদিনে পাবনায় এমপি প্রিন্সের শ্রদ্ধা
পাবনা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। দিনটির প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়াামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলী খান রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, সদস্য কামরুজ্জাামান রকি,প্রমুখ।
Spread the love