শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে আটঘরিয়া থানা পুলিশের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর উদ্যোগে সমগ্র জেলায় একযোগে ১০০০০(দশ হাজার) গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আটঘরিয়া থানা চত্বরে বিভিন্ন ধরনের ঔষধি ও ফলজ প্রজাতির প্রায় ৪৫০ ( চারশত পঞ্চাশ) টি গাছের চারা রোপন করা হয়।

উক্ত গাছের চারা রোপন কর্মসূচীতে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজুর রহমান সহ থানার সকল অফিসার ফোর্স এর সাথে অংশগ্রহণ করেন আটঘরিয়া পৌরসভার  মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, চাদভা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি  আশরাফুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাদ জোহর আটঘরিয়া থানা মসজিদ এ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!