শেখ হাসিনাকে কটুক্তি প্রতিবাদে আটঘরিয়ায় যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কটূক্তি, হত্যার হুমকির প্রতিবাদে পাবনার আটঘরিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।
শনিবার সন্ধায় উপজেলা উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে উপস্থিত হয়।
মিছিলটি আটঘরিয়া বাজার প্রধান প্রধান সড়ক ঘুরে বাজারে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবলীগের লীগের সভাপতি আজিজুল গাফ্ফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহায়মীন হোসেন চঞ্চল বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, আওয়ামী লীগ নেতা জামাল মোল্লা, খাইরুল ইসলাম, আবু রাসেল, জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম নাছিম প্রমুখ।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনাকে নিয়ে যারা কটুক্তি করার দুঃসাহস দেখাচ্ছেন তারা থেমে যান। তা না হলে তাদের এ মাটিতে ঠাঁই হবে না। প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তির দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। যেটা সম্ভব ছিল না, সেটাও সম্ভব করেছেন শেখ হাসিনা। যে কারণে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে।