শোক দিবসে টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি

বিদেশ : জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বল ড্রপ বিলবোর্ডে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ। বাংলাদেশি মার্কিন উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ এই উদ্যোগ নিয়েছেন। ফাহিম ফিরোজ জানান, ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শনের উদ্যোগ সম্পূর্ণ ব্যক্তিগত এবং এই উদ্যোগের সাথে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমরা প্রাথমিক উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছি এবং এই উদ্যোগ সফল করতে এবং ভালো করতে প্রয়োজনে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও তাঁর কিছুকিছু কথা বাংলা/ইংরেজিতে প্রচার বা ভাষণ প্রচার করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। তিনি তার উদ্যোগটি সফল করার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রদর্শণীতে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষ সহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন প্রাধান্য পাবে। যা বিলবোর্ড কর্তৃপক্ষ অনুমোদন করেছে। স্থানীয় সময় ১৫ই আগস্ট মধ্যরাত থেকে বিলবোর্ডে প্রচার শুরু হবে। চলবে ১৬ই আগস্ট রাত ১১টা ৫৯ পর্যন্ত। এই ২৪ ঘণ্টা ধরে প্রতি দুই মিনিট ১৫ সেকেন্ড পর পর মোট ৭২০ বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!