শোয়েব যে কারণে ধর্ষণে অভিযুক্ত হয়েছিলেন
স্পোর্টস: শোয়েব আখতারের ক্যারিয়ারে বিতর্ক কম নেই। প্রায় ১৫ বছর আগে তুমুল আলোড়ন তুলেছিল অস্ট্রেলিয়া থেকে তাকে দেশে ফেরত পাঠানোর ঘটনা। তখন আলোচনায় উঠে এসেছিল নারী কেলেঙ্কারি। এত বছর পর শোয়েব জানালেন, এক সতীর্থের কারণে ধর্ষণের দায় চেপেছিল তার ওপর। ২০০৫ সালে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে বক্সিং ডে টেস্টের আগের ঘটনা সেটি।
একটি অনলাইন সাক্ষাৎকারে শোয়েব ফিরে তাকিয়েছেন সেই সময়টায়। “অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল আমাকে। আমাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছিল তখন। পাকিস্তান দলের আরেকজন ছিল, যার সঙ্গে একটি মেয়ের ভুল বোঝাবুঝি হয়েছিল। টিম ম্যানেজমেন্ট সেই ছেলেটির ঘটনা আড়াল করেছিল।”
“আমি তখন বোর্ডকে বলেছিলাম, কিন্তু তারা ছেলেটির নাম প্রকাশ করেনি। ¯্রফে বলেছিল যে শোয়েব সেখানে ছিল না। সেই সময়টায় সবাই আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল।” পিসিবি ওই ঘটনার পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ঘটনার সঙ্গে শোয়েবের সম্পৃক্ততা নেই এবং ভারত সফরের আগে ফিটনেস নিয়ে কাজ করতেই শোয়েবকে দেশে ফিরিয়ে আনা হয়।
এই ফাস্ট বোলার তখন হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে পিসিবি তখন ওই ঘটনার তদন্তও করেনি।