শ্রদ্ধা ও ভালবাসায় শহীদদের স্মরণ করলো পাবনা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক : শ্রদ্ধা ও ভালবাসায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করলো পাবনা প্রেসক্লাব। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ৮টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পদযাত্রাসহ মুক্তিযুদ্ধের কেন্দ্রিয় স্মৃতিসৌধ ‘দুজয় পাবনা’ য় শ্রদ্ধার্ঘ নিবেদন করে। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পরে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। আলোচনা সভায় মুল বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুশিল তরফদার, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সহসভাপতি কামাল আহরেমদ সিদ্দিক, পাবনা প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক তপু আহমেদ, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাব নির্বাহী সদস্য আব্দুর রশিদ, প্রেসক্লাব সদস্য এইচ কেএম আবু বকর ছিদ্দিক, এসএম আলম, আবুল কালাম আজাদ, আরিফ আহমে সিদ্দিকী, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, দৈনিক পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন প্রমুখ।

এ ছাড়া পাবনা জেলা প্রশাসন, পুলিশ সুপার, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, জেলা আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শহীদ এম মনসুর আলী কলেজ মুক্তিযুদ্ধের কেন্দ্রিয় স্মৃতিসৌধ ‘দুজয় পাবনা’য় শ্রদ্ধার্ঘ নিবেদন করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!