শ্রাবনী বিউটি পার্লার দ্বিতীয় শাখার উদ্বোধন
মিজান তানজিল, পাবনা: পাবনায় শ্রাবনী বিউটি পার্লার এর দ্বিতীয় শাখার উদ্বোধন করলেন বিশিষ্ট পিল্পপতি রানা গ্রুপ এর চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।
শনিবার দুপুরে শহরের খান বাহাদুর শপিংমল এর সামনে জেড, এল প্লাজায় অবস্থিত মীম ফেব্রিক্সের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পার্লারটির উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বড় বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হোসেন সাব্বির, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আজমত আলী বিশ্বাস, শ্রাবনী বিউটি পার্লার এর প্রোপাইটার টিপু বিশ্বাস সহ আরো অনেক ব্যক্তিবর্গ। এখান মেয়েদের ভ্রুপ্লাক,ফেসিয়াল,চুল কার্ট,বৌ সাজানো থেকে শুরু করে পার্লারের যাবতীয় কাজ অভিজ্ঞ বিউটি শিয়ান দ্বারা পরিচালনা করা হয়।
Spread the love