শ্রীলংকায় সকল ক্যাথলিক চার্চ বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সকল ক্যাথলিক চার্চ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ইস্টার সানডে পালনকালে ক্যাথলিক চার্চে ভয়াবহ বোমা হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিনিয়র একজন ধর্মযাজক গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। যাজক বলেন, ‘নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সকল চার্চ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘পরর্বর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চার্চে কোন ধরনের জমায়েত করা যাবে না।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। এদিকে সরকারি কর্মকর্তারা বলেছেন, ‘দেশব্যাপী চার্চগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’ গত রোববার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলংকার তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫৯ জন প্রাণ হারিয়েছে ও কয়েকশ’ লোক আহত হয়েছে।
Spread the love