সংরক্ষনের অভাবে ধবংস হতে চলেছে মুসলিম জমিদার আজিম চৌধুরীর বাড়ি

বিশেষ প্রতিবেদক: সংরক্ষনের অভাবে ধবংস হতে চলেছে পাবনার এক সময়ের একমাত্র মুসলিম জমিদার আজিম চৌধুরীর বাড়ি। ইতোমধ্যে বেহাত হয়ে গেছে প্রায় ১০ হাজার একর সম্পত্তি।

জমিদার আজিম চৌধুরী প্রায় দুইশ বছর আগে পাবনার দুলায়ে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। প্রভাবশালী এই মুসলিম জমিদার বাড়িতে ছিলো বিশাল দ্বিতল ভবন, কাচারী ঘর, পাতিশাল- ঘোড়াশাল। অথচ এখানে একটি বির্ধস্থ্য বাড়ির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ঠ নেই।

স্থানীয়রা জানায়, জমিদারী প্রথা বিলুপ্তির পর এ জমিদারের বংশধরদের মধ্যে বিরোধের কারণে বাড়িটি দীর্ঘ সময় পরিত্যক্ত ছিলো। এই সুযোগে দূবৃত্তরা এই বাড়ির প্রায় সবকিছুই লুট করে নিয়ে যায়। এমকি এ জমিদার প্রায় সব সম্পত্তি বেহাত হয়ে যায়।

আজিম চৌধুরীর বংশধর আহসান জান চৌধুরী পাবনা রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৪ সালে এ জমিদারের উত্তারাধিকাররা দীর্ঘ আইনী প্রক্রিয়ার পর বাড়িটি উদ্ধার করলেও তখন এর ধবংশাবশেষ ছাড়া কিছুই অবশিষ্ঠ ছিলো না। তবে এখনো প্রভাবশালীদের দখলে থাকা কয়েক হাজার বিঘা সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়নি।

পাবনা জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন জানান, এ বাড়িসহ আজিম চৌধুরীর বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ কার হবে।

পাবনা অঞ্চলের বিখ্যাত এই জমিদার স্মৃতি সংরক্ষণে সরকারী সহযোগীতা চেয়েছেন উত্তারাধিকাররা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!