সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আটঘরিয়ায় আ:লীগের গণ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা কর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার আটঘরিয়ায় আজ শনিবার (১২ ডিসেম্বর) গণ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকাল ১১ টার দিকে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আটঘরিয়া বাজার প্রধান সড়ক প্রদর্শন করে আটঘরিয়া বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহায়মীন হোসেন চন্চল। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল গফুে মিয়া, জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশ বিরোধী অপশক্তির মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানি দিচ্ছে। তাই বিএনপি জামায়াতের কোন নেতা কর্মীকে মাঠে নামতে দেয়া হবে না। যে কোন মুল্যে তাদেরকে প্রতিহত করতে আমাদের মাঠে থাকতে হবে। তারা আরো বলেন, বিএনপি জামায়েতের লোকজন যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
গণ সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।