সব পরাজয়ই পরাজয় নয়: মমতা

ডেস্ক: ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গসহ অন্যান্য আসনে ভোটের ফল ঘোষণা হয়। পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল ৪২ আসনের মধ্যে ২৩ আসন এবং বিজেপি পেয়েছে ১৭টি আসন। ওই ফল ঘোষণার পর এক টুইট বার্তায় মমতা বিজয়ীদের শুভেচ্ছা জানান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। টুইটারে মমতা বলেন, ‘বিজয়ীদের অভিনন্দন। তবে সব পরাজয়ই পরাজয় নয়।’

তৃণমূল নেত্রীর আরও বলেন, আমাদের ফলাফল কী হল তা আমরা খতিয়ে দেখব। গণনা প্রক্রিয়া এখনও বাকি আছে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার কাজও বাকি আছে। সেটা হয়ে গেলে ফল নিয়ে আলোচনা করতে হবে। গতবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ৩৪ আসন পেয়েছিল তৃণমূল; সেখানে বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন। এপ্রিল মাসে শুরু হয়ে গত রোববার শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনের ভোট। ৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২টি আসনের নয় লাখ কেন্দ্রে মোট সাত পর্বে চলে এই ভোটগ্রহণ। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হয় ২৭২টি আসন। বিজেপি পেয়েছে ৩৫২ আসন। এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত ১৫তম লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১১২ আসন। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর শরিক দলগুলো পেয়েছিল ৫৪ আসন। সব মিলিয়ে এনডিএর আসন হয় ৩৩৮টি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!