‘সময়ের কাছে মিনতি’ নিয়ে পুতুল
বিনোদন: কদিন আগেই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল। নতুন সংসার বেশ ভালোভাবেই কাটাচ্ছেন তিনি। তবে এরইমধ্যে নতুন গান নিয়েও হাজির হয়েছেন। গানের শিরোনাম ‘সময়ের কাছে মিনতি’। এর কথা ও সুর রচনা করেছেন পুতুল নিজেই। আর সংগীতায়োজনে ছিলেন শামস। পুতুল বলেন, এ গানটি অনেক সময় নিয়ে করেছি। এবার এটি প্রকাশ করেছি শ্রোতাদের জন্য। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
Spread the love